মন্তেশ্বর থানার সাতগেছিয়া বাজারে বিষ খেয়ে আত্মঘাতী আর ব্যক্তি। মৃতের নাম হাসমত সেখ (৪৫) তার বাড়ি মন্তেশ্বর থানার গাঙ্গুরিয়া।মৃতের পরিবারের সদস্য নাসিরুল মল্লিক জানান গত ২৭ তারিখ সাতগেছিয়া বাজারে এসে তিনি বিষ পান করেন। তিনি আরো জানান এক মহিলাকে কিছু টাকা ধার দিয়েছিলেন সেই ধারের টাকা চাওয়া পাওয়ার কারণেই তিনি বিষ পান করেন। বিষ খাওয়ার কথা জানতে পেরে পরিবারের লোকজন প্রথম পাহাড়হাটি হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে Bmch আনলে গতকাল তার মৃত্যু হয়