ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে রক্তাক্ত হল একই বৃদ্ধ। ঘটনা উদয়পুর বাগমা করইয়ামুড়া রেশন শপে অর্থাৎ সরকারি ন্যায্য মূল্য দোকানে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল বেলায়। এলাকারই অন্তদয় রেশন কার্ড ভোক্তা কৃষ্ণকুমার পাল আগস্ট মাসের ৩৫ কেজি চাল পাওনা রয়েছে রেশন দোকান থেকে। রেশন ডিলার প্রদীপ ঘোষের কাছে বারবার সে চালের জন্য গেলে, খালি হাতে ফিরে যেতে হয় কৃষ্ণ কুমার পালের। শুক্রবার সেই ৩৫ কেজি চালের জন্য রেশন ডিলার কাছে চাইলেই তাকে মারধর করে এবং মাথা ফাটিয়ে দেয়।