বাড়ির লোকের অনুপস্থিতিতে কমলাসাগর বিধানসভার অন্তর্গত গকুলনগর রাস্তারমাথা এলাকায় ফায়ার সার্ভিসের কর্মী অমল সরকারের বাড়িতে ঘটে দুঃসাহসিক চুরির ঘটনা। চোরের দল ঘরের তালা ভেঙ্গে এবং টিন কেটে হরে প্রবেশ করে স্বর্ণালংকার সহ টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। শনিবার ফায়ার সার্ভিসের কর্মী অমল সরকার বাড়িতে এসে দেখতে পান এই ঘটনা। তা দেখে কত ভাগ হয়ে পড়েন তিনি। খবর দেওয়া হয় থানায়। শনিবার দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চুরির ঘটনা জানান অমল সরকার।