রবিবার বিজেপির কাঞ্চনপুর মন্ডলের অন্তর্গত ৬০/৩৮ নং বুথে এক সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় উপস্থিত ছিলেন কাঞ্চনপুর মন্ডল সভাপতি বীরেন্দ্র কর মহোদয়, মন্ডল সহ সভাপতি তাপসেন্দু নাথ মহোদয়, উওর জেলা কমিটির অন্যতম সদস্য অরুন চন্দ্র নাথ মহোদয়, দশদা ব্লকের প্রাক্তন চেয়ারম্যান জীরেন রিয়াং মহোদয় সহ অন্যান্যরা।