সাব্রুম রেল স্টেশন এখন জমজমাট। প্রতিদিন হাজারো লোকজন সাব্রুম স্টেশন থেকে রাজ্য থেকে রাজ্যান্তরে যাতায়াত করছে। বিশেষ করে ১৩১৭৪ সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দিয়ে কলকাতা সাথে যোগাযোগের ফলে এক্সপ্রেস সার্ভিসের সুযোগ সুবিধা পাচ্ছে এখানকার জনগণ। সাবরুম রেলস্টেশন থেকে আট সাবরুম আগরতলা জাতীয় সড়ক যে যোগাযোগ ব্যবস্থা আছে দিনের বেলায় কোন সমস্যা না থাকলেও রাতের দিকে এই সাবরুম রেলস্টেশন থেকে জাতীয় সড়কের পৌঁছতে রাবার বাগানের ভিতর দিয়ে যেতে হয়।