নিখিল ভারত শিশু সাহিত্য সংসদের রাজ্য কমিটির উদ্যোগে জলেফা আমতলী কমিউনিটি হলে কবি প্রনাম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।২২ শে আগষ্ট বেলা ২ ঘটিকায় প্রদীপ প্রজ্বালন করে অনুষ্ঠানের সূচনা করা হয়।কবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ও সুকান্ত ভট্টাচার্যের জন্মজয়ন্তী উদযাপন।পিএমশ্রী সাব্রুম দ্বাদশ শ্রেনী বালিকা বিদ্যালয়,নং ২ জলেফা দ্বাদশ শ্রেনী বিদ্যালয়,জলেফা দ্বাদশ শ্রেনী বিদ্যালয়,মাইকেল মধুসূদন দত্ত কলেজের ছাত্র ছাত্রীরা পরিবেশন করেন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।