রাজ্য সরকারের দুর্গাপুজোর অনুদানের চেক বিতরণ করা হল রানিবাঁধে। শুক্রবার বিকেলে রানিবাঁধ থানা প্রাঙ্গণে এই চেক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি, খাতড়ার এসডিপিও অভিষেক যাদব, রানিবাঁধ থানার আইসি, রানিবাঁধের বিডিও সহ স্থানীয় প্রশাসনের একাধিক আধিকারিক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রানিবাঁধ থানার অন্তর্গত মোট ৯টি পুজো কমিটির হাতে রাজ্য সরকারের দুর্গাপুজো অনুদানের চেক তুলে দেওয়া হয়েছে।