অনুব্রত মণ্ডল ও কাজল শেখকে দল যখন সতর্ক করে গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে একসাথে কাজ করার বার্তা দিয়েছে, ঠিক তখনই দাদাদের অনুগামীরা দাদাদের বাঘ সিংহ বানাতে ব্যস্ত।AI- অ্যাপের মাধ্যমে বানানো হয়েছে আস্ত রয়েল বেঙ্গল টাইগার জড়িয়ে ধরছে অনুব্রত মণ্ডলকে। পাল্টা কাজল শেখের অনুগামীরা বানিয়েছেন সিংহ সেখানে দেখা যাচ্ছে সিংহ এসে জড়িয়ে ধরছে কাজল শেখকে। পাল্টা যুক্তিও দিচ্ছেন দুই পক্ষ। কেউ বলছেন আমার দাদা বাঘ তো কেউ বলছেন আমার দাদা সিংহ।আজ অর্থাৎ মঙ্গলবার নানুরের দাপুটে।