কর্মক্ষেত্রে মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা করল পাঁশকুড়া CHO ,শনিবার পাঁশকুড়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রের সামনে সুস্মিতার ছবিতে শ্রদ্ধাজ্ঞাপনের পাশাপাশি বিক্ষোভ দেখায় এলাকার অনান্য CHO সহ স্বাস্থ্য কর্মীরা।ওই মহিলার নাম সুস্মিতা সামন্ত দাস বয়স ৩৮। পাঁশকুড়া মামুলিচক উপস্বাস্থ্য কেন্দ্রে CHOপোস্টে কর্মরত ছিলেন।এই ঘটনা তদন্ত চলছে বলে জানান স্বাস্থ্য দপ্তরে আধিকারিক।