রেকর্ড পরিমাণ বৃষ্টি যার ফলে জল ঢুকলো নানুরের অসংখ্য দোকান ঘর ও বাসস্থানে। বৃষ্টির জেরে নানুর ও উচকরণের বেশ কিছু গ্রাম ক্ষতিগ্রস্ত। শুধুমাত্র নানুরের বাজার এলাকাতেই শতাধিক দোকান ঘরে জল ঢুকেছে,নষ্ট হয়েছে ব্যবসার সামগ্রী। অন্যদিকে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নানুর গ্রাম, আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে উচকরণ অঞ্চল ও নানুরের একাধিক জায়গায় ভেঙে পড়েছে মাটির ঘর বাড়িও।স্থানীয়দের অভিযোগ একশ্রেণীর ব্যবসায়ী ও কিছু সাধারণ মানুষের অসচেতনার ফলে প্রাক বর্ষা থেকেই ।