আজ পুরুলিয়া দু'নম্বর ব্লকের হুটমুড়া গ্রাম পঞ্চায়েতের হুটমুড়া কমিউনিটি হলে আয়োজিত হলো "আমাদের পাড়া, আমাদের সমাধান" কর্মসূচির ক্যাম্প । দুপুরে ওই ক্যাম্প পরিদর্শনে আছেন রাজ্য সরকারের শ্রম দপ্তরের অতিরিক্ত সচিব । তিনি বিভিন্ন কাউন্টার ঘুরে দেখার পাশাপাশি সাধারণ মানুষদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন ।