আদিবাসী ভূমিজ সমাজের ভাষা দিবস পালন করা হলো রবিবার আড়শা ব্লকের জীবনডি মোড়ে জিলপা সিং লায়ার মূর্তির পাদদেশে। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি রামকৃষ্ণ সিং সর্দার, জেলা সভাপতি জলধর সিং সর্দার প্রমুখ। রামকৃষ্ণ সিং সর্দার বলেন, "পাশের রাজ্য ঝাড়খন্ডে আদিবাসী ভূমিজ সমাজের ভাষা সরকারি স্বীকৃতি পেয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের কাছেও আমরা দাবি জানিয়েছি। প্রতিবছর ৫ই অক্টোবর আদিবাসী ভূমিজ ভাষা দিবস হিসেবে আমরা পালন করে আসছি।