হুগলি ধনিয়াখালি ভান্ডারহাটি দুই অঞ্চলের দুর্গাপ্রসাদ গ্রামে করম পূজোয় গিয়ে আদিবাসী নৃত্যে পা মেলালেন বিধায়ক। আজ বুধবার বৈকাল পাঁচটা নাগাদ সুত্রের খবর এদিন হুগলির ধনিয়াখালি ভান্ডারাটি দুই অঞ্চলের অন্তর্গত দূর্গা প্রসাদ গ্রামের করম পূজ অনুষ্ঠিত হয়। এই করম পূজায় উপস্থিত হয়েছিলেন ধনিয়াখালির বিধায়ক অসীমা পাত্র উপস্থিত ছিলেন তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায়। হুগলি জেলা পরিষদের পূর্তের কর্মাধ্যক্ষ বিজন বেশরা সহ,,