লাহিরীপুর GPএলাকার একাধিক বাড়িতে চুরির অভিযোগে ধৃত দুই চোরকে গ্রেফতার করে শুক্রবার বিকালে আলিপুর আদালতে তোলা হলে বিচারক ধৃত দুই চোরকে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন শুক্রবার সন্ধ্যা ৭টায়।পুলিশ সূত্রে খবর গত মে মাসে লাহিরীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় একাধিক বাড়িতে চুরির অভিযোগ উঠেছিলো।সেই ঘটনার তদন্তে নেমে বৃহস্পতিবার গভীর রাতে লাহিরীপুর থেকে সৌমেন মন্ডল ও অলোক মন্ডল নামে দুই চোরকে গ্রেফতার করে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ।