আজ মহাসপ্তমী হলেও মুর্শিদাবাদের লালবাগের হৈপটগঞ্জ ৩ নম্বর ওয়ার্ডে ঐক্যবদ্ধ মহিলা কমিটির সার্বজনীন দুর্গোৎসব ঘিরে তৈরি হয়েছে তীব্র অনিশ্চয়তা। এখনো পর্যন্ত না উঠেছে প্যান্ডেল, না এসেছে প্রতিমা। স্থানীয় অভিযোগ, কয়েক বছর ধরে রুবি রায় ও তাঁর ঘনিষ্ঠ কয়েকটি পরিবার নিজেদের মতো করে পূজা পরিচালনা করছেন। পাড়ার সংখ্যাগরিষ্ঠ মহিলাদের দাবি, গত বছরের হিসাব চাওয়া হলে রুবি রায় তা দিতে অস্বীকার করেন, উল্টে হুমকিও দেন। অভিযোগ আরও, সরকার থেকে অনুদান বাবদ মুখ্যমন্ত্র