Baruipur, South Twenty Four Parganas | Sep 10, 2025
ভোজন রসিক বাঙ্গালীদের পুজোর আগে উপহার,১ কেজি খাসির মাংস ৪০০ টাকায় বারুইপুরে বাঙালিদের যেমন মাছের ওপর দুর্বলতা আছে, তেমনি অনেকটাই দুর্বলতা মাংসের উপর । বিশেষ করে দেশি মুরগি, দেশি খাসি,রেয়াজী খাসি ইত্যাদির উপর। মুরগির দাম এখন বর্তমান বাজারে ১৮০ টাকা ২০০ টাকা, অনেক জায়গায় ২০০টাকার উপরে বিক্রি হচ্ছে। কিন্তু খাসির দাম ৭০০থেকে ৮৫০ টাকা প্রতি কেজিতে বিক্রি হয়। সেই জায়গায় দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর খোদার বাজার বাইপাসের ধারে হঠাৎ