বেহাল দশায় বিনপুর 2 ব্লকের বাঁশপাহাড়ী অঞ্চলের কাশমার গ্ৰামের প্রায় দেড় কিলোমিটার মাটির রাস্তা। রাস্তা সংস্কারের দাবি এলাকাবাসীদের। এলাকাবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরে বেহাল দশায় পড়ে রয়েছে এই রাস্তা। জানা যায় এই রাস্তা দিয়ে প্রায় ৭ থেকে ৮ টি গ্ৰামের মানুষ যাতায়াত করেন। এই প্রসঙ্গে শনিবার সন্ধ্যায় টেলিফোন মারফত বিনপুর 2 পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ সিং সর্দার জানান বিষয়টি আমরা জানলাম, দ্রুত রাস্তা মেরামতের কাজ করা হবে।