অবিরাম বর্ষণে জলমগ্ন বর্ধমান ১ নং ব্লকের মালকিতা গ্রাম,সমস্যায় স্থানীয়রা কালভার্ট দিয়ে জল নিকাশি ঠিকঠাক না হওয়াতেই বৃষ্টির জল নদীতে নামতে পারছে যার ফলে এলাকা জলমগ্ন হয়ে পরছে বলে অভিযোগ স্থানীয়দের। নিকাশী ব্যবস্থাকে সচল রাখতে কালভার্টের বদলে দ্রুত সেতু নির্মাণের দাবী স্থানীয়দের। দ্রুত ব্যবস্থা গ্রহনের আশ্বাস পঞ্চায়েতের। বর্ধমান ১ নং ব্লকের মালকিতা গ্রামের ঘটনা।