গতকাল রাত থেকে টানা বৃষ্টির পর জলমগ্ন শহর বহরমপুরের একাধিক এলাকা। জল যন্ত্রণায় নাজেহাল শহরবাসী। আর এবার শহরবাসীকে জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে মাঠে নামল পৌরকর্মীরা। পৌর পিতা নাড়ুগোপাল মুখার্জির উদ্যোগে বহরমপুর শহর জুড়ে যুদ্ধকালীন তৎপরতাই জল নিষ্কাশনের কাজ শুরু হল পৌরকর্মীদের।