This browser does not support the video element.
সাব্রুম: ১ হরিনা হাই স্কুলে সপ্তম শ্রেণির ছাত্রকে মারধরের ঘটনায় সাব্রুম থানায় মামলা শিক্ষিকার বিরুদ্ধে, গ্রেপ্তার নেই
Sabroom, South Tripura | Aug 26, 2025
১ হরিনা হাই স্কুলে সপ্তম শ্রেণির ছাত্রকে মারধরের ঘটনায় সাব্রুম থানায় মামলা, গ্রেপ্তার নেই।২৬ শে আগষ্ট বিকাল তিন ঘটিকায় মম ত্রিপুরা সাব্রুম থানায় এসে মামলা করেন শিক্ষিকাসংঘমিত্রা দাস বৈষ্ণবের বিরুদ্ধে।জানা যায় আজ মম ত্রিপুরার ছেলে সপ্তম শ্রেনীর ছাত্র রোহন ত্রিপুরা বিদ্যালয়ে যান।বিদ্যালয়ে প্রথম ক্লাস শেষ হওয়ার পর শিক্ষিকা সংঘমিত্রা দাস বৈষ্ণব বিনা কারনে রোহন ত্রিপুরা থাপ্পর, কিল,ঘুশি মারতে থাকে বলে অভিযোগ