গত বুধবার আশারাম বাড়ী থেকে ছোট মালবাহী গাড়ি নিয়ে খোয়াইতে আসার সময় সমবার বাজারে গাড়ি ও বাইকের দুর্ঘটনার রেশ টেনে দলবদ্ধ আক্রমণের শিকার হয় চর গনকির সুখেন দাস। গোটা বিষয়টি নিয়ে থানায় মামলা হবে বলে জানানো হয়েছে তাদের তরফ থেকে। গোটা বিষয়টি আক্রান্ত হয়ে জিবি হাসপাতাল থেকে এসে বাড়িতে দুপুর সাড়ে বারোটা নাগাদ সাংবাদিকদের বিস্তারিত জানান।