সিপিআই(এম) নেতা হারাধন ধরের শহীদান দিবস পালিত হলো সাব্রুম ও জলেফায় মুল শহীদবেদীর সামনে।৩০ শে আগষ্ট বিকাল তিন ঘটিকায় সিপিআই(এম) সাব্রুম মহকুমা অফিসে ও জলেফা মুল শহীদবেদীর সামনে হারাধন ধরের শহীদান দিবস পালন করা হয়।১৯৮৯ সালে ৩০ শে আগষ্ট জলেফা আমতলীতে সিপিআই(এম) নেতা হারাধন ধরকে নৃশংস ভাবে খুন করেন।প্রত্যেক বৎসরই হারাধন ধরের শহীদান দিবস পালন করা হয়।এই বৎসরও সিপিআই(এম) সাব্রুম মহকুমা কমিটির উদ্যোগে হারাধন ধরের শহীদান দিবস পালন করা হয়।