সাউথ রায়ডাক রেঞ্জের উত্তর রামপুর এলাকা থেকে প্রচুর পরিমান চোরাই কাঠ উদ্ধার করল বনকর্মীরা।এমনটাই জানা গেছে বনকর্মীদের কাছ থেকে।গোপন খবরের ভিত্তিতে এদিন অভিযান চালানো হয় উত্তর রামপুর এলাকায়।বিভিন্ন জায়গা থেকে তল্লাশি চালিয়ে প্রায় আশি সিএফটি মিন্জিরি কাঠ উদ্ধার করতে পেরেছেন তারা। বক্সার জঙ্গল থেকে গাছ কেটে গাড়িতে করে ভিন জেলায় পাচার করার জন্য গোলাই গুলি জমা করা হয়েছিল।রামপুর নরপুর ময়নাবাড়ী কার্তিকা শিলটংবস্তি থেকে কাঠ পাচার করা হয়।