অবৈধভাবে ভারতে প্রবেশ করে এখানেই বসবাস শুরু করেছিল তিন বাংলাদেশি নাগরিক। অবশেষে SSB এর হাতে ধরা পড়ল একই পরিবারের ওই তিন সদস্য। গতকাল রাতে ভারত-নেপাল সীমান্ত পানিট্যাংকি এলাকা থেকে এদের আটক করে SSB এর ৪১ নং ব্যাটেলিয়নের জওয়ানরা। ধৃত তিনজনের নাম, অমল রায়, গৌতম রায় এবং প্রীতম রায়। কিন্তু এরা ভারতে ঢোকার পর নিজেদের নাম অমল বর্মন, গৌতম বর্মন এবং প্রীতম বর্মন বলেই পরিচয় দিত। এরা তিনজন শিলিগুড়ির খড়িবাড়ি পানিটাংকি এলাকায় বসবাস করছিল।