নবমীর রাতে ঘাটপাড়ে হিন্দু জাগরণ মঞ্চের বিলি করা বস্ত্র পেলেন ফালাকাটার বাসিন্দারাও। ঘাটপাড় লাগোয়া এলাকার বাসিন্দাদের অনেকেই গরিব। এরা ফালাকাটা এবং আলিপুরদুয়ার এক নম্বর ব্লক এলাকায় দিনমজুরি করেন। ওদের অনেকেই নবমী পর্যন্ত দারিদ্র্যের কারণে জামাকাপড় কিনতে পারেননি। তাই এলাকায় জামাকাপড় বিলি করে হিন্দু জাগরণ মঞ্চ। সাহেবপোঁতা এলাকাতেও হিন্দু সংগঠনটি কাপড় বিলি করে। সবমিলিয়ে দুই শতাধিক দুস্থ মানুষকে কাপড় বিলি করা হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন সংগঠনের