আবাস যোজনার কিস্তি আটকে ঘুষের অভিযোগে বিক্ষোভ গোসানীমারি SBI ব্যাংকে। দিনহাটার গোসানীমারির SBI ব্যাংকের সামনে আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা আটকে যাওয়া ও ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগে মঙ্গলবার দুপুর দুটো নাগাদ তীব্র বিক্ষোভ কর্মসূচি আয়োজিত হয়। স্থানীয়দের দাবি, সরকার টাকা দিলেও ব্যাংক থেকে তা তোলা যাচ্ছে না। অভিযোগ, ম্যানেজার সরাসরি ৫ হাজার টাকা দাবি করছেন।