নির্বাচনের আগে সকল অপদার্থদের এক জায়গায় নিয়ে আসতে এমন একটা ফন্দি এঁটেছে তৃণমূল। বলাগর থেকে তৃণমূলকে কটাক্ষ হুগলি জেলা বিজেপি সাধারণ সম্পাদকের। প্রসঙ্গত সম্প্রতি হুগলির পান্ডুয়া ব্লকের শিমলাগড় ভিটাসিন গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের এক পথসভা থেকে পান্ডুয়ার বিধায়ক ডাক্তার রত্না দে নাগের হাত ধরে 142 জন বিজেপি ও সিপিএম কর্মী তৃণমূলে যোগ দেয় বলে জানাই ব্লক তৃণমূল সুত্রে। এই যোগদানের বিষয় আজ সোমবার সন্ধ্যা সাতটা নাগাদ বলাগর থেকে প্রতিক্রিয়া দিলেন,,