দীঘার সমুদ্র সৈকতে ভেসে এলো অচেনা অতিথি তাকে দেখার জন্য ভিড় জমায়েত স্থানীয়রা ও পর্যটকরা। সমুদ্রের জলে ভেসেলো জীবন্ত অলিভ রিডলে কচ্ছপযা সচাচক দেখা যায় না এই বিরল প্রজাতির জীবন্ত কচ্ছপকে দেখতে ভিড় জমালেন পর্যটকরা কেউ কেউ ক্যামেরা বন্দিও করলেন কেউ কেউ জল খাওয়ালেন ডাক পরল বন বিভাগ দপ্তরকে ও দীঘা মোহনা পুলিশের |সমুদ্র প্রাণী বিশেষজ্ঞরা জানালেন এই বিরল প্রজাতির কচ্ছপ কোন কোন সময় উপকূলের প্রজননের তাগিদে চলে আসে |কচ্ছপটিকে গভীর সমুদ্রেছেড়ে দেওয়া হয় |