ইন্টারনেটের যুগেও মানুষকে পঠন-পাঠান জন্য বই মুখী করার বার্তাকে সামনে রেখে ঝাড়গ্রামে পালিত হল সাধারণ গ্রন্থাগার দিবস। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঝাড়গ্রাম জেলা শাসকের কার্যালয়ের অডিটোরিয়াম হলে স্থানীয় গ্রন্থাগার কৃত্যকের ব্যবস্থাপনায় জনশিক্ষা প্রসার গ্রন্থাগার পরিষেবা বিভাগের সহযোগিতায় গ্রন্থাগার দিবস উদযাপন হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা।