ভাতারের এরুয়ার গ্রামের নিখোঁজ হয়ে যাওয়া যুবককে হরিয়ানা থেকে উদ্ধার করে পুলিশ ফিরিয়ে দিল পরিবারের হাতে, খুশি পরিবারের লোকজন। ওই যুবকের মা সোমবার দুটোর সময় জানালেন ভাতার থানার পুলিশকে অসংখ্য ধন্যবাদ।। গত ১০-১৫ দিন আগে ভাতারের এরুয়ার গ্রাম থেকে নিখোঁজ হয়ে যায় ১৪ বছরের এক যুবক। ঐদিনই ভাতার থানায় লিখিত অভিযোগ করে ওই যুবকের মা। পুলিশ হরিয়ানা থেকে উদ্ধার করে ওই যুবককে ফিরিয়ে দিল আজ।