"আমাদের পাড়া আমাদের সমাধান"কর্মসূচিতে এসে বিতর্কে জড়ালেন রাজ্যের প্রতিমন্ত্রী।শনিবার আরামবাগ SDO ও পৌরসভার পক্ষ থেকে আরামবাগ গার্লস হাই স্কুলে আয়োজন করা হয়েছিল"আমাদের পাড়া আমাদের সমাধান" কর্মসূচি।সেখানে SDO,MP,পুরসভার চেয়ারম্যান সহ একাধিক অধিকারীদের পাশাপাশি সেখানে উপস্থিত হন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন প্রতিমন্ত্রী শিউলি সাহা,মন্ত্রীর ক্যাম্প পরিদর্শনের সময় এক ব্যক্তি দাবি করেন অনেক চেষ্টার পরেও তার সমস্যার সমাধান হয়নি।আর এতেই চোটে যান প্রতিমন্ত্রী।