জেলায় মাদকচক্র ও মানব পাচার রুখতে পুলিশ প্রশাসনের সহযোগিতায় একটি সচেতনতা শিবিরের আয়োজন করলো মালদা ডিস্ট্রিক্ট হোটেল এন্ড রেস্টুরেন্ট অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। শুক্রবার দুপুর ১২ টা নাগাদ মালদা শহরের রামকৃষ্ণ পল্লী এলাকায় একটি বেসরকারি হোটেলের সভাকক্ষে শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি মন্টু সাহা, সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী, সহ-সম্পাদক ইমতিয়াজ রহমান, এক্সিকিউটিভ কমিটির সদস্য যীশু ঘোষ সহ অন্যান্য সদস্যরা।