Faridpur Durgapur, Paschim Bardhaman | Aug 26, 2025
দুর্গাপুরে জয় শ্রীরাম বিতর্কে সরগরম রাজনীতি। যাকে ঘিরে রাজনীতির পারদ চড়লো দুর্গাপুরে মঙ্গলবার দুপুর ১ টায়। বিজোন রুটের একটি মিনিবাসের সামনের কাঁচে লেখা ছিল হিন্দি ভাষায় জয় শ্রীরাম লেখা।বাংলা পক্ষর সদস্যরা সেই লেখা ঢেকে দেয় কাগজ আর প্লাস্টিক দিয়ে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ভিডিও। বাংলা পক্ষর দাবী, বাংলায় থাকলে আগে বাংলা ভাষাকে সন্মান করতে হবে। বাংলা ভাষাতেই লেখা হোক জয় শ্রীরাম, অসুবিধে কোথায়এইদিকে এই ঘটনায় রাজনীতির পারদ চড়ছে দুর্গাপুরে