ওয়েস্ট বেঙ্গল মোটর ভেহিকেলস ওনার্স এজেন্টস ইউনিয়নের পক্ষ থেকে এক আলোচনার সভার আয়োজন করা হয়েছে। শনিবার দুপুর তিনটে নাগাদ মিশন রোড় এলাকায় আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় বিবেকানন্দ যুব আবাসে। এদিনের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল মোটর ভেহিকেলস ওনার্স এজেন্টস ইউনিয়নের রাজ্য সভাপতি মনোজ কুমার ঝা, রাজ্য সম্পাদক প্রদীপ সাহা, রাজ্য কোষাধ্যক্ষ সুজয় বসু, এবং মালদা ইউনিটের সম্পাদক বিকাশ দাস সহ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলা কমিটির সদস্যরা।