শ্যামনগর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূলের ৮ সদস্য, নবজাগরণে আশাবাদী কৃষিজীবী মানুষ দীর্ঘদিন বন্ধ থাকার পর নতুন করে পথচলা শুরু নওদা ব্লকের শ্যামনগর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড। সদ্য অনুষ্ঠিত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ৮ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। বিরোধী পক্ষ থেকে কেউ মনোনয়ন না দেওয়ায়, নিরঙ্কুশ ভাবে জয় লাভ করে তৃণমূল। রবিবার দুপুরে বিজয়ী প্রার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।