ট্রেন আসার মুহুর্তেই বিপত্তি,বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা হলো আজ। সাগরদিঘীতে স্টেশন সংলগ্ন রেল লাইনে আটকে গেল ট্রাক। রীতিমতো রুদ্ধশ্বাস পরিস্থিতি রেল লাইন চত্ত্বরে।স্থানীয় মানুষদের সহায়তায় ঠেলে ট্র্যাকটিকে পিছনের দিকে নিয়ে যাওয়া হল। তারপর গন্তব্যে পৌঁছালো ট্রেন। চাঞ্চলাই এলাকা জুড়ে। আজ রাত্রে ওই রাস্তা মেরামতির কাজ শুরু হলো রেল দপ্তরের উদ্যোগে।