Canning 1, South Twenty Four Parganas | Sep 7, 2025
নওসাদকে চ্যালেঞ্জ পরেশের। গত ২ রা সেপ্টেম্বর পরেশ বিধানসভায় ছিল বলে দাবি করেছেন নওসাদ সিদ্দিকী। রবিবার ঘুটিয়ারি শরীফের রবীন্দ্রপল্লীতে এসে নওসাদ দাবি করেন পরেশের লোকজন মিথ্যা কথা বলছে, তিনি ২ তারিখ অসুস্থ ছিলেন না, উনি বিধানসভায় ছিলেন। বিধানসভার রেজিস্টারে ঐদিন সই রয়েছে পরেশের। নওসাদের এই বক্তব্যকেই পাল্টা চ্যালেঞ্জ করেছেন পরেশ। তিনি বলেন ওইদিন তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, তিনি বিধানসভায় যান নি। আর তাই নওসাদ সিদ্দিকী কে চ্যাল