কোচবিহার জলপথ পরিবহন সমবায় সমিতি লিঃ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলো তৃণমূল কংগ্রেস। উল্লেখ্য কোচবিহার ফাঁসিরঘাট এলাকায় তোরসা নদীর উপর যাতায়াত নিয়ন্ত্রণ করে কোচবিহার জলপথ পরিবহন সমবায় সমিতি লিমিটেডের ফাঁসির ঘাটের পরিচালন সমিতি। দীর্ঘ নয় বছর পর রবিবার এই সমিতির নির্বাচন সম্পন্ন হল। এদিন এই সমিতির সাতজন প্রার্থীর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেসের সাত জন মনোনীত হন।