শুক্রবার সকাল থেকে স্বেচ্ছাসেবী সংস্থা উত্তম প্রগতি ফাউন্ডেশন-এর উদ্যোগে পূর্ব বর্ধমান জেলার মেমারির তিনটি স্কুলে আয়োজিত হল বিশেষ কর্মশালা। সংশ্লিষ্ট স্কুলগুলি হলো — মেমারি থানার অন্তর্গত বড় পলাশন হাই স্কুল, বড় পলাশন গার্লস হাই স্কুল, মধ্যমগ্রাম প্রেমময়ী হাই স্কুল ।