তীব্র আবাদ সম্পূর্ণ সাইলেন্সার লাগিয়ে কৃষ্ণনগর শহরের বুকে দাপিয়ে বেড়াচ্ছিল বাইক আরোহীরা। কোতোয়ালি ট্রাফিক গার্ডের পক্ষ থেকে নাকা চেকিং এর সময় সেই সকল বাইক আরোহীদের সাইলেন্সার খুলে দিয়ে সচেতন করার পাশাপাশি ফাইন করা হয় তাদের। এদিন নাকা চেকিং এর সময় বেশ কয়েকটি বাইক আটকায় পুলিশ যেগুলি তীব্র আওয়াজ সম্পন্ন সাইলেন্সার লাগিয়ে শহরের বুকে দাপিয়ে বেড়াচ্ছিল।