গলসি থানার শিড়রাই গ্রামে চাষের কাজে গিয়ে বিষধর সাপের কামড়ে মৃত্যু হল চাষীর। মৃত চাষীর নাম সেখ ইমামুর হোসেন, মৃতের ভাই ফতেনূর সেখ জানান আজ রবিবার সকাল ৬:৩০ মিনিটে মাঠে ধান জমি নিরানোর সময় তার ডান হাতের মাঝের আঙুলে সাপে কামড়ায়। সঙ্গে সঙ্গেই তাকে উদ্ধার করে সকাল ৭:১৫ এর মধ্যে Bmch এ নিয়ে চলে আসি কিন্তু চিকিৎসা শুরুর আগেই তার মৃত্যু হয়। এদিনই দুপুর তিনটেয় মৃতদেহটি ময়নাতদন্তের পর তার পরিবারের হাতে তুলে দেয় বর্ধমান থানার পুলিশ।