বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো বর্ধমান রেলওয়ে স্টেশন চত্বরে রবিবার বিকেল পাঁচটায়। এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। আইএনটিটিইউসির প্রাক্তন সভাপতি ইফতেকার আহম্মদের উদ্যোগে এদিনের এই প্রতিবাদ সভা বলে জানা গেছে। এই প্রতিবাদ সভার মঞ্চ থেকে বিধায়ক খোকন দাস জানান মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন সারা রাজ্য জুড়ে প্রতি শনিবার ও রবিবার এই প্রতিবাদ সভা করতে হবে।