কিরাতি খম্বু রাই সাংস্কৃতিক সংস্থানের সোনাদা শাখার পক্ষ থেকে রবিবার বিকেল চারটা নাগাদ সোনাদা এলাকায় রাই জনজাতির ধর্মীয় অনুষ্ঠান উভাওয়ালি পুজো অনুষ্ঠিত হল। এই দিনের এই অনুষ্ঠানে বিগত কয়েক দশকের রীতিনীতি মেনে পুজো সম্পন্ন হয়। এদিনের এই পূজার অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে রাই জানজাতির মানুষেরা উপস্থিত ছিল।