বিশেষ ভাবে সক্ষম অসুস্থ এক যুবকে গাছে বেঁধে বেধড়ক মারধর সহ হাঁসুয়া দিয়ে শরীর চিরে দেওয়ার অভিযোগ প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। সোমবার এমন অমানবিক ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়াল ইটাহারের ঘেড়া এলাকায়। মানসিক ভারসাম্যহীন যুবকের নাম পচা মহম্মদ(৩০) ও অভিযুক্ত ব্যক্তির নাম ফেলু মহম্মদ(৫৬)। জানাযায়, পচা এদিন রাস্তায় পাথর ছোড়াছুড়ি করার সময় পাথরের আঘাতে জখম হন এক ব্যক্তি। তারপর ওই ব্যক্তি পচাকে মারধর করেন। অভিযোগের ভিত্তিতে পুলিস ফেলুকে আটক করেছে।