কাটোয়া হসপিটাল এ অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির পচা গলা মৃতদেহ উদ্ধার ঘটনার পর প্রায় ৪৮ ঘণ্টা কেটে গেল এখনো পর্যন্ত দেহ চিহ্নিতকরণ সম্ভব হয়নি। দেহ কার কিভাবেই বা হসপিটালে এলো এই সমস্ত বিষয় নিয়ে কাটোয়া মহকুমা হসপিটালের সামনে শুক্রবার দুপুরে বিক্ষোভ সমাবেশের পর বিজেপির একটি প্রতিনিধি দল কাটোয়া মহকুমা হসপিটাল এর ভারপ্রাপ্ত সুপার এর কাছে ডেপুটেশন জমা দিলেন এদিন তারা। এদিনের এই ডেপুটেশনে হাজির ছিলেন বিজেপি কাটোয়া সাংগঠনিক জেলার জেলা সভাপতি স্মৃতি কণা বসু