তিন দিন নিখোঁজ থাকার পর এক ব্যক্তির পচা গলার মৃতদেহ উদ্ধার বহরমপুরে। ঘটনা জেনে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বহরমপুরের গোরাবাজার শ্মশান ঘাটে। বহরমপুর থানার পুলিশ সূত্রে জানা যায় গত ৩১ তারিখ বহরমপুরের গোড়া বাজার ঘাটে মৃতদেহ সৎ কার্য করতে এসে গঙ্গার জলে তলিয়ে যান বছর ৪০ এর উত্তম মজুমদার নামে এক ব্যক্তি যার বাড়ি বহরমপুর থানার অন্তর্গত বড়গাছি কলোনি এলাকায়। বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তার পরিবারের লোকজন । এদিন সকালে স্থানীয় মৎস্যজীবীরা গ