কোচবিহার জেলা হর্টিকালচার দপ্তরের উদ্যোগে মহাকাল হাটে শীতকালীন সবজি বীজ বিতরণ। জেলা হর্টিকালচার দপ্তরের উদ্যোগে এবং ধীসারী ফারমার্স প্রোডিউসার কোম্পানি লিমিটেড-এর ব্যবস্থাপনায় বুধবার দুপুর দুটো নাগাদ মহাকাল হাট এলাকায় অনুষ্ঠিত হলো শীতকালীন সবজি বীজ বিতরণ কর্মসূচি। এই কর্মসূচিতে প্রায় শতাধিক গ্রামীণ কৃষকের হাতে ক্যাপসিকাম, ব্রকলি, বেগুন, ঢেঁড়স, টমেটো, লাউ ও ধনেপাতার মতো বিভিন্ন সবজি বীজ তুলে দেওয়া হয়।