পুনরায় স্বমহিমায় স্থাপিত হল রাজধানীর কাসারি পট্টি এলাকার মহানাম অঙ্গন আশ্রম সংলগ্ন শতবর্ষ প্রাচীন পাড়া সুন্দরী কালী মন্দির। এলাকাবাসীর দাবি মেনে মুখ্যমন্ত্রীর নির্দেশে এই মন্দিরটিকে ভাঙচুর না করেই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মাটি থেকে প্রায় আট ফুট উঁচুতে পুনস্থাপনের ব্যবস্থা করে আগরতলা পৌর নিগম কর্তৃপক্ষ। শুক্রবার এই মন্দিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।