খড়্গপুরের দেবলপুরে আজ শুক্রবার রাত্রে চলছে সিঁদুর খেলা। খড়গপুর পৌরসভার অন্তর্গত ৫ নম্বর ওয়ার্ডের দেবলপুর এলাকায় এদিন রাত্রি প্রায় দশটা নাগাদ দেখা গেল এলাকার মহিলারা মেতে উঠেছেন সিঁদুর খেলায়। আজ রাতেই প্রতিমার বিসর্জন করা হবে তার আগে উমাকে বিদায় জানানোর জন্য এলাকার মহিলারা মেতে উঠলেন সিন্দুর খেলায়।