অবশেষে দীর্ঘদিন জেলে থাকার পর জামিনে মুক্তি পেলেন বিজেপি বিধায়কের ছেলে সহ তিন জন। উল্লেখ্য গত ৩ জুলাই রাতে কোচবিহার খাপাইডাঙ্গা এলাকায় গুলিবিদ্ধ হন তৃণমূল নেতা রাজু দে। আর এই ঘটনায় জড়িত থাকার দায়ে ৪ জুলাই গ্রেপ্তার করা হয় কোচবিহার উত্তর বিধানসভার বিজেপি বিধায়ক সুকুমার রায়ের ছেলে দীপঙ্কর রায় কে। এরপর আরো দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। দীর্ঘদিন জেলে থাকার পর আজ তারা জামিনে মুক্তি পেলেন। এদিন মিছিল করে নিয়ে যাওয়া হয় বিজেপির পক্ষ থেকে।